Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Notification of allotment of multi-storied market and shop houses and open VTs constructed by LGED at Chandradighaliya Bazar.
Details

০১/ আবেদনকারীকে আগামী ১৪/১১/২০২৪খ্রিঃ তারিখ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে নিন্মস্বাক্ষরকারীর কার্যালয়ে আবেদনপত্র দাখিল করতে হবে। বিলম্বে আবেদনপত্র কোন ক্রমেই গ্রহণযোগ্য হবে না।

০২/আবেদনপত্রের সাথে হালসনের ট্রেড লাইসেন্স এর কপি, আয়কর পরিশোধের প্রত্যয়নপত্র এবং ভ্যাট প্রদানের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। আবেদনের সাথে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,০৩(তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

০৩/প্রতি ০৫ (পাঁচ) বছর পর পর  সেলামী ও ভাড়ার হার কমিটি পুনঃনির্ধারিত হবে এবং এ ক্ষেত্রে কমিটি কর্তৃক নির্ধারণকৃত সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

০৪/ একজন আবেদনকারী একটি মাত্র দোকান ঘর বা উন্মুক্ত ভিটির জন্য আবেদন করতে পারবেন।

০৫/বরাদ্দ তালিকা চূড়ান্ত হবার পর বরাদ্দ গ্রহীতাকে সেলামীর টাকা পরিশোধ জন্য ০৭( সাত) কার্যদিবস সময় দিয়ে নোটিশ প্রদান করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সেলামী পরিশোধে ব্যর্থ হলে বরাদ্দ বাতিল বলে গণ্য হবে এবং উক্ত দোকানঘর অন্য়ত্র বরাদ্দ প্রদান করা হবে।

Publish Date
27/10/2024
Archieve Date
14/11/2024