উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী সভাপতি : জনাব তাসবিরুল হুদা প্যানেল চেয়ারম্যান, উপজেলা পরিষদ গোপালগঞ্জ সদর । সভার তারিখ : ২৫/০৬/২০১৫ খি: সভার সময় : বেলা ১১.০০ টা সভার স্থান : উপজেলা পরিষদ মিলনায়তন সভায় উপস্থিত ও অনুপস্থিত সদস্যবৃন্দের তালিকা : পরিশিষ্ট ক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গোপালগঞ্জ সদর বিদেশে সফরে থাকার জন্য জনাব তাসবিরম্নল হুদা, প্যানেল চেয়ারম্যান এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। তিনি উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। সভাপতির অনুমতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার গোপালগঞ্জ সদর বিগত বিশেষ সভার কার্যবিবরণী সভায় উপস্থাপন করেন। কোন সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত ও দৃঢ়ীকরণ করা হয়। সভাপতির অনুমতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে আলোচনার জন্য বিভাগীয় কর্মকর্তাদের আহবান জানান। বিভাগীয় আলোচনা : আলোচ্য বিষয় আলোচনা সিদ্ধান্ত বাস্তবায়নে ১। উপজেলা স্বাস্থ্য অফিস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গোপালগঞ্জ সদর এর প্রতিনিধি নিম্নবর্ণিত কার্যক্রম সভায় উপস্থাপন করেন। কমিউনিটি কিননিকে স্বাসহ্য সেবার সংখ্যা মোট ৩১.২৬০ জন। ইপিআই কার্যক্রমের লক্ষ্যমাত্রা বিসিজি ৪৩%,এমআর ৩৮% এবং পেন্টা ৪৩%। ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে বহিঃ বিভাগে চিকিৎসা সেবার সংখ্যা মোট ২৫০১ জন এবং ভেজাল খাদ্য প্রতিরোধে গৃহীত ব্যবস্থা হিসেবে দোকানের সংখ্যা ২৫৫টি, লাইসেন্স প্রাপ্ত ২৩০টি । মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ জানান যে করপাড়া হাটবাড়িয়া কমিউনিটি ক্লিনিক ১১.০০টার সময় বন্ধ পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ১) কমিউনিটি ক্লিনিক সমূহের তদারকি কার্যক্রম অব্যাহত রাখাসহ রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এবং ভেজাল খাদ্য প্রতিরোধে নিয়মিত রেস্টুরেন্ট/খাবার হোটেল পরিদর্শন করার জন্য অনুরোধ জানানো হয় । ২) করপাড়া হাটবাড়িয়া কমিউনিটি ক্লিনিক ১১.০০টায় বন্ধ থাকা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গোপালগঞ্জ সদর কে অনুরোধ জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গোপালগঞ্জ সদর । ২। উপজেলা মৎস্য অফিস সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনানা যে, সাদুপানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ ৪র্থ স্থান অধিকার করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৎস্য বিভাগের এ সফলতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন । পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কারেন্ট জাল বন্ধ করার জন্য ইউ.পি চেয়ারম্যানদের প্রতি অনুরোধ জানান। কারেন্ট জাল দিয়ে মৎস্য শিকার বন্ধ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণদের কে এলাকায় উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ করা হয়। ১। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, গোপালগঞ্জ সদর ২। চেয়ারম্যান, ইউ.পি(সকল) । ৩। উপজেলা প্রাণিসম্পদ অফিস উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, সভায় বিভাগীয় কার্যক্রম উপস্থাপন করেন যা নিম্নরূপ : ১) টিকাদান- গবাদিপশু ২৪১৭ মাত্রা, হাঁসমুরগী ৩৬৫০০ মাত্রা, ২) চিকিৎসা প্রদান- গবাদি পশু ১০৪১ টি এবং হাঁস মুরগী ৭৮১১টি, ৩) কৃত্রিম প্রজনন- গাভী ১০২৯টি, ৪) ঘাষ চাষ ৪.২০ একর, ৫) আয়ঃ টিকাবীজ বিক্রয় ১৫,২৩০/- টাকা এবং কৃত্রিম প্রজনন ফি ৪৭,৫৮৭/- টাকা। গবাদি পশুর চিকিৎসা সেবা নিশ্চিতসহ প্রয়োজনীয় উপকরণ যথাযথ ভাবে বিতরণ করার জন্য অনুরোধ করা হয় । উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, গোপালগঞ্জ সদর ৪। উপজেলা কৃষি অফিস উপজেলা কৃষি কর্মকর্তা,গোপালগঞ্জ সদর জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। পরর্তীতে তিনি জানান যে, তার অফিসে একটি পাজেরো জীপগাড়ী বরাদ্দ পেয়েছে। গাড়ী রাখার কোন গ্যারেজ না থাকার জন্য গাড়ী পার্কিংএর অসুবিধা হচ্ছে। তিনি একটি গ্যারেজ নির্মাণের জন্য প্রস্তাব রাখেন। উপজেলা কৃষিঅফিসার গোপালগঞ্জ সদর ৫। উপজেলা প্রকৌশল অফিস উপজেলা প্রকৌশলী, এলজিইডি, গোপালগঞ্জ সদর জানান যে, ২০১৪-১৫ অর্থ বছরে অনগ্রসর উপজেলার জন্য বিশেষ থোক বরাদ্দ উপ খাতে ২.৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে উল্লিখিত ২১টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। কাজের অগ্রতি ১০০% । খ) উপজেলা পরিষদের স্থাবর সম্পত্তি হসত্মামত্মর কর ১% অর্থ দিয়ে প্রকল্প বাসত্মবায়ন কাজের অগ্রগতি ১০০% । গ)এডিপি বিশেষ খাতে ১,০৬,০০,০০০/= টাকার মোট গৃহীত প্রকল্পের সংখ্যা ৫৩টি। অগ্রগতি ১০০%। সমাপনী প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করা হয়। উপজেলা প্রকৌশলী গোপালগঞ্জ সদর । ৬। উপজেলা পরিবার পরিকল্পনা অফিস উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গোপালগঞ্জ সদর তার বিভাগে নিম্ন বর্ণিত কার্যক্রমের অগ্রগতির অর্জন সভায় উপস্থাপন করেন। খাবার বড়ি ৩৯২ জন, কনডম ২৮০ জন, ইনজেক্টবল ৩০৮ জন, আই ইউ ডি ৯৭ টি, ইমপস্নানন ৫৬ টি, ইসিপি ০ ডোজ এবং স্থায়ী পদ্ধতি (পুং) ১৭৪, স্থায়ী পদ্ধতি (মঃ) ৭৭জন। মোট সক্ষম দম্পতি ৬১,৫১০ জন, মোট জন্ম নিয়ন্ত্রণ ব্যবহারকারী ৫৫,৪০৬ জন, শতকরা ৯০%। মাঠ পর্যায়ের কর্মীগণের কার্যক্রম তদারকি অব্যাহত রাখতে অনুরোধ করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গোপালগঞ্জ সদর । ৭। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, গোপালগঞ্জ সদর জানান যে, ২০১৪-১৫ অর্থ বছরে তার দপ্তরাধীন উন্নয়ন কার্যক্রমসমূহ নিম্নরূপ ক) গ্রামীণ অবকাঠামো সংস্কার (কবিখা) বিশেষ খাতে ১ম পর্যায়ে ২২৮.০০০ মেঃ টন চাউলের বরাদ্দ পাওয়া গিয়েছে। অগ্রগতি ১০০%। খ) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর) সাধারণ খাতে ১ম পর্যায়ে ১৫৯.২৭০ মেঃ টন চাউল বরাদ্দ পাওয়া গিয়েছে। মোট গৃহীত প্রকল্প ৭৯টি। ছাড়কৃত খাদ্যশস্য ১৫৭.০০০ মে.টন। অগ্রগতি ১০০%। গ) টি,আর বিশেষ (পৌরসভা) প্রাপ্ত বরাদ্দ ২৪.১২মে.টন। মোট প্রকল্প ৩টি। ছাড়কৃত খাদ্যশস্য ২৪.১২মে.টন। অগ্রগতি ১০০%। ঘ) টি.আর. বিশেষ খাতে ১ম পর্যায়ে ২২৮.০০০ মেঃ টন চাউলের বরাদ্দ পাওয়া গিয়েছে। মোট গৃহীত প্রকল্প ২২৪টি। ছাড়কৃত চাউলের পরিামাণ ২২৮.০০০ মে.টন। অগ্রগতি ১০০% । ঙ) টি.আর বিশষে ১ম পর্যায়ে ( মাননীয় মহিলা এমপি) প্রাপ্ত বরাদ্দ ২৬.০০০মে.টন। ছাড়কৃত খাদ্য শস্য ২৬.০০০মে.টন । অগ্রগতি ১০০%। চ) অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর ২য় পর্যায়ে আওতায় মোট ২৭১২ জন উপকারভোগীদের জন্য মোট ২,১৬,৯৬,০০০/= বরাদ্দ পাওয়া গিয়েছে । উক্ত টাকার বিপরীতে ৭১টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অগ্রগতি ১০০%। ছ) ২০১৪-১৫ অর্থ বছরে ৪টি ব্রীজ/কালভার্ট প্রকল্পের কাজ চলছে। বরাদ্দ ১,০৩,২৮,৮৬৮/= টাকা । কাজের অগ্রগতি ১০০% । জ) কাবিখা (সাধরণ ) ২য় পর্যায়ে ১৮৬.২১৮ মেঃটন বরাদ্দ পাওয়া যায়। প্রকল্প সংখ্যা ২৪টি। অগ্রগতি ১০০%। কাবিখা (বিশেষ) ২য় পর্যায়ে ১১১.০০০ মে. টন বরাদ্দ পাওয়া যায় প্রকল্প সংখ্যা ১২টি। অগ্রগতি ১০০%। কাবিটা (বিশেষ) ২য় পর্যায়ে ২৩,৪০,৮০০/= টাকা প্রকল্প সংখ্যা ১০টি। অগ্রগতি ১০০%। টি.আর. (নগদ অর্থ সাধারণ-২) ৩১,৮০,৪০২.১৪ টাকা বরাদ্দ পাওয়া যায়। প্রকল্প সংখ্যা৭১টি এবং টি.আর.(সাধারণ) ২য় পর্যায়ে ৪,৮২,৫৩৫.৭৫ টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে প্রকল্প সংখ্যা ৪টি। অগ্রগতি ১০০%। প্রকল্পের কাজের মান যাচাই পূর্বক সমাপ্তি প্রতিবেদন পেশ করবেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, গোপালগঞ্জ সদর ৮। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গোপালগঞ্জ সদর জানান যে, সদর উপজেলায় মাল্টিমিডয়া কার্যক্রম খুব ভাল। অন্যান্য বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন বৃদ্ধি করার জন্য এবং মাল্টিমিডিয়া ব্যবহার নিশ্চিত করার জন্য তাগিদ দেয়ার অনুরোধ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোপালগঞ্জ সদর ৯। উপজেলা শিক্ষা অফিস উপজেলা শিক্ষা অফিসার, গোপালগঞ্জ সদর জানান যে, নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে। পাঠদানের মান উন্নয়নের জন্য নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের অনুরোধ করা হয় । উপজেলা শিক্ষা অফিসার, গোপালগঞ্জ সদর ১০। উপজেলা পলস্নী উন্নয়ন অফিস উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা, গোপালগঞ্জ সদর জানান যে, বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা, গোপালগঞ্জ সদর ১১। উপজেলা যুব উন্নয়ন অফিস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোপালগঞ্জ কর্তৃক পরিচালিত মে/১৫ মাসের বিভাগীয় কার্যক্রম সভায় উপস্থাপন করেন। যা নিম্নরূপঃ প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্যমাত্রা ছিল ৫৮৮ জন অর্জিত হয়েছে ৫১৬ জন, অগ্রগতি ৮৭% এবং আত্মকর্ম লক্ষ্যমাত্রা ছিল ৩২৭ জন অর্জিত হয়েছে ২২২ জন, অগ্রগতি ৬৭%। মোট ৫০ জন উপকারভোগীকে মোট ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ২৮,৮০,০০০/= টাকা, বিতরণ হয়েছে ২৪,৭৬,০০০/= টাকা। আদায়কৃত ঋণ ১৯,৭৪,০০৪/= টাকা। অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে । ক) ঋণ আদায়ে তৎপর হওয়ার জন্য অনুরোধ করা হয়। খ)যুবকদের সময়োপযোগী প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হয় । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোপালগঞ্জ সদর ১২। উপজেলা সমাজ সেবা অফিস উপজেলা সমাজ সেবা অফিসার, গোপালগঞ্জ সদর জানান যে, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রাথমিক স্তরে ৫৭ জন, মাধ্যমিক স্তরে ৪১ জন, উচ্চ মাধ্যমিক সত্মরে ১৫ জন এবং উচ্চতর স্তরে ১০ জন মোট ১২৩ জনকে ভাতা প্রদান করা হবে। অন্যান্য বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে । উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, গোপালগঞ্জ সদর ১৩। উপজেলা সমবায় অফিস উপজেলা সমবায় কর্মকর্তা, গোপালগঞ্জ সদর তার বিভাগে নিম্ন বর্ণিত কার্যক্রমের অগ্রগতি সভায় উপস্থাপন করেন মোট অডিট যোগ্য সমবায় সমিতি ৩৯০টি। ৩৯০টি অডিট সম্পাদন হয়েছে। অডিট ফি আদায় ১,৪৭,৯৪০/= টাকা। তেতুলিয়া আশ্রয়ন প্রকল্প উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ দাদনকৃত ঋণের পরিমাণ ৩৫,৩৮,০০০/= টাকা। সার্ভিস চার্জসহ আদায় ২৯,৫৮,৮২০/= টাকা। উত্তর গোপালগঞ্জ সদ্ধানী প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতি লিঃ এ বিতরণকৃত ঋণের পরিমাণ ১,৩৭,৪২,৫০০/= টাকা। সার্ভিস চার্জসহ আদায় ১৩,৩০,৬০০/= সাহাপুর বৌলতলী তরমুজ উৎপাদনকারী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ কে ঋণ বিতরণ ১০,২০,০০০/= টাকা। এ ঋণ তিন মাস পর এককালীন পরিশোধ যোগ্য। সমিতির ঋণ আদায় ও বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করা হয় । উপজেলা সমবায় কর্মকর্তা, গোপালগঞ্জ সদর ১৪। উপজেলা খাদ্য অফিস অনুপস্থিত উপজেলা খাদ্যনিয়ন্ত্রক গোপালগঞ্জ সদর । ১৫। উপজেলা পরিসংখ্যান অফিস বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। উপজেলা পরিসংখ্যান অফিসার,গোপালগঞ্জ সদর ১৬। উপজেলা দারিদ্র বিমোচন অফিস অনুপস্থিত উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, গোপালগঞ্জ সদর ১৭। উপজেলা পাট উন্নয়ন অফিস অনুপস্থিত উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা, গোপালগঞ্জ সদর ১৮। জনস্বাস্থ্য প্রকৌশল অফিস উপ সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য জানান যে, তার বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। উপ সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য বিভাগ, গোপালগঞ্জ সদর ১৯। উপজেলা মহিলা বিষয়ক অফিস অনুপস্থিত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গোপালগঞ্জ সদর ২০। উপজেলা আনসার ও ভিডিপি অফিস অনুপস্থিত উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ২১। বন বিভাগ বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। ফরেস্টার, বন বিভাগ গোপালগঞ্জ সদর। ২২। বিএডিসি (বীজ) অফিস অনুপস্থিত সিনিয়র সহকারী প্রকৌশলী, বিএডিসি(বীজ) ২৩। বিএডিসি (ক্ষুদ্র সেচ)অফিস বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। সহকারী প্রকৌশলী, বিএডিসি (ক্ষুদ্র সেচ) গোপালগঞ্জ সদর । ২৪। উপজেলা রিসোর্স সেন্টার অনুপস্থিত ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার সদর ২৫। একটি বাড়ি একটি খামার প্রকল্প সমন্বয়কারী, একটি বাড়ী একটি খামার প্রকল্প জানান যে, বোড়াশী, সুকতাইল, কাঠি, সাতপাড় ইউনিয়নের সমিতি সদস্য ঋণ গ্রহণ করে কিস্তি নিয়মিত পরিশোধ করছে না। সমিতির সদস্যদের প্রয়োজনীয় উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্ট ইউ.পি. চেয়ারম্যানদের অনুরোধ জানান। বোড়াশী, সুকতাইল, কাঠি, সাতপাড় ইউনিয়নের সমিতি সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ইউ,পি চেয়ারম্যানদের অনুরোধ করা হয়। ১। সমন্বয়কারী, একটি বাড়ি একটি খামার প্রকল্প ২। সংশ্লিষ্ট ইউ.পি. চেয়ারম্যান ২৬। ওয়েব পোর্টাল হাল নাগাদ করন উপজেলা নির্বাহী অফিসার, গোপালগঞ্জ সদর ওয়েব পোর্টাল হালনাগাদ করার জন্য সকল বিভাগীয় কর্মকর্তকে স্ব-স্ব বিভাগের তথ্য প্রদানে জন্য অনুরোধ জানান । উপজেলা ওয়েব পোর্টাল হাল নাগাদ করার জন্য বিভাগী কর্মকর্তাগণকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয় । ১ । উপজেলা নির্বাহী অফিসার,গোপালগঞ্জ সদর । ২। সকল বিভাগীয় কর্মকর্তা ২৭।স্থায়ী কমিটির সভা অনুষ্ঠান সংক্রান্ত উপজেলা নির্বাহী অফিসার, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের ১৭টি স্থায়ী কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে নিয়মিত সভার করার জন্য অনুরোধ জানান । উপজেলা পরিষদের ১৭টি স্থায়ী কমিটির সদস্য সচিবকে নিয়মিত সভার করার জন্য অনুরোধ জানান সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সদস্য সচিব। ২৮। উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যানদের জন্য নিয়োগ প্রাপ্ত এম.এল.এস.এস (দৈনিক ভিত্তিক) জনাব মো. আশিকুর রহমান ০১/০৫/২০১৫ তারিখ থেকে অফিসে অনুপস্থিত থাকার কারনে অফিসিয়াল কাজে সমস্যার জন্য ০১/০৬/২০১৫ তারিখ হতে জনাব মো. আশিকুর রহমানের পরিবর্তে জনাব মো. মারুফ মোল্লা, পিতা মোঃ ইউসুপ আলী মোলস্না, ৪১৭/১৬ মার্কজ মহল্লা কাজ করছেন মর্মে ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গোপালগঞ্জ সদর প্রস্তাব করেন। সিদ্ধান্ত : জনাব মো. আশিকুর রহমান, এম.এল.এস.এস.( দৈনিক ভিত্তিক) এর নিয়োগ আদেশ ৩১/৫/২০১৫ তারিখ হতে বাতিল করে তদস্থলে জনাব মো. মারুফ মোলস্না, পিতা মো. ইউসুপ আলী মোল্লা, ৪১৭/১৬ মার্কজ মহলস্লেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের জন্য এম.এল.এস.এস( দৈনিক ভিত্তিক) হিসেবে ০১/০৬/২০১৫ তারিখ হতে নিয়োগের প্রসত্মাব অনুমোদনসহ সিদ্ধামত্ম গৃহীত হয়। ২৯। কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা মহোদয়ের কার্যলয় হতে ১৪২১ বাংলা সনে আন্ত: বিভাগীয় ০৪টি ফেরী ঘাট ইজারালব্ধ অর্থ বাবদ ১৫,৫৮,৭৬০/৯৪ টাকা এ উপজেলার অংশ হিসেবে চেকের মাধ্যমে পাওয়া গিয়েছে। উক্ত অর্থ ১৯/০৪/২০০৩ তরিখের প্রজেই-২/ফ-১/২০০৩/২৬২(৫২৭২) নং স্মারকে জারীকৃত হসত্মামত্মরিত ফেরীঘাটর ইজারা ও ব্যবস্থাপনা এবং উদ্ভূত আয় বন্টন নীতিমালার ৫ (ঘ)/১ এবং (৩) নং অনুচ্ছেদ মোতাবেক সকল ইউনিয়নের মধ্যে সুষম বন্টন করার বিধান রয়েছে। সিদ্ধান্ত : আন্ত : বিভাগীয় ফেরীঘাট ইজারালব্ধ প্রাপ্ত অর্থ ১৫,৫৮,৭৬০/= ১৯/০৪/২০০৩ তরিখের প্রজেই-২/ফ-১/২০০৩/২৬২(৫২৭২) নং স্মারকে জারীকৃত হস্তান্তরিত ফেরীঘাটর ইজারা ও ব্যবস্থাপনা এবং উদ্ভূত আয় বন্টন নীতিমালার ৫ (ঘ)/১ এবং (৩) নং অনুচ্ছেদ মোতাবেক ২১টি ইউনিয়নে অনুকূলে ৭৪,২২৬/৬৬ টাকা হারে বন্টন করে ইউ.পি. চেয়ারম্যান বরাবরে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলো। অত:পর সভায় আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। (তাসবিরুল হুদা) প্যানেল চেয়ারম্যান উপজেলা পরিষদ গোপালগঞ্জ সদর স্মারক নং-০৫.৪৯০.০০৬.০১.০০.০৩০.২০১১- ৪৫৬ (৫০) তারিখ: ২৫/০৬/২০১৫ খ্রি. অনুলিপি : সদয় অবগতির জন্য : ১। মাননীয় সংসদ সদস্য, ২১৬-গোপালগঞ্জ-২ । ২। সচিব, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা । ৩। কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা । ৪। জেলা প্রশাসক, গোপালগঞ্জ । অবগতি ও কার্যার্থে : ৫। উপজেলা ........................................... অফিসার, গোপালগঞ্জ সদর । ৬। চেয়ারম্যান, .......................................ইউনিয়ন পরিষদ । (মোহাম্মদ জালাল উদ্দিন) উপজেলা নির্বাহী অফিসার গোপালগঞ্জ সদর ফোনঃ ০২-৬৬৮৫৩১৫ সভায় উপস্থিত ও অনুপস্থিত সদস্য/কর্মকর্তাবৃন্দ (পরিশিষ্ট-ক) : উপস্থিত সদস্যবৃন্দ/কর্মকর্তাবৃন্দ : সভায় অনুপস্থিত সদস্যবৃন্দ/কর্মকর্তাবৃন্দ : ১। উপজেলা নির্বাহী অফিসার, গোপালগঞ্জ সদর । ২। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গোপালগঞ্জ সদর । ৩। মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গোপালগঞ্জ ৪। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গোপালগঞ্জ সদর। ৫। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, গোপালগঞ্জ সদর। ৬। উপজেলা কৃষি কর্মকর্তা, গোপালগঞ্জ সদর। ৭। উপজেলা প্রকৌশলী, গোপালগঞ্জ সদর । ৮। উপজেলা শিক্ষা কর্মকর্তা, গোপালগঞ্জ সদর। ৯। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গোপালগঞ্জ সদর। ১০। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গোপালগঞ্জ সদর । ১১। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, গোপালগঞ্জ সদর। ১২। উপজেলা সমবায় কর্মকর্তা, গোপালগঞ্জ সদর । ১৩।উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা, গোপালগঞ্জ সদর । ১৪। সহকারী প্রকৌশলী বিএডিসি(সেচ), গোপালগঞ্জ ১৫। উপ সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), গোপালগঞ্জ সদর। ১৬। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোপালগঞ্জ সদর। ১৭। উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা, গোপালগঞ্জ সদর। ১৮। অফিসার ইন চার্জ, গোপালগঞ্জ সদর থানা। ১৯। উপজেলা পরিসংখ্যান অফিসার, গোপালগঞ্জ সদর। ২০ ফরেস্টার, বন বিভাগ, গোপালগঞ্জ সদর। ২১। চেয়ারম্যান, জালালাবাদ ইউপি। ২২। চেয়ারম্যান, গোপীনাথপুর ইউপি। ২৩। চেয়ারম্যান, চন্দ্রদিঘলিয়া ইউপি। ২৪। চেয়ারম্যান, নিজড়া ইউপি। ২৫। চেয়ারম্যান, উরফী ইউপি। ২৬। চেয়ারম্যান, হরিদাসপুর ইউপি। ২৭। চেয়ারম্যান, কাজুলিয়া ইউপি। ২৮। চেয়ারম্যান, বোড়াশী ইউপি। ৩০। চেয়ারম্যান, পাইককান্দি ইউপি। ৩১। চেয়ারম্যান, সুকতাইল ইউপি। ৩২। চেয়ারম্যান, কাঠি ইউপি। ৩৩। চেয়ারম্যান, মাঝিগাতী ইউপি। ৩৪।চেয়ারম্যান, রঘুনাথপুর ইউপি। ৩৫। প্যানেল চেয়ারম্যান, করপাড়া ইউপি। ১। মেয়র, গোপালগঞ্জ পৌরসভা । ২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গোপালগঞ্জ সদর ৩। সিনিয়র সহকারী প্রকৌশলী বিএডিসি(বীজ), গোপালগঞ্জ ৪। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, গোপালগঞ্জ সদর । ৫। উপজেলা অনসার ও ভিডিপি কর্মকর্তা, গোপালগঞ্জ সদ ৬। উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা, গোপালগঞ্জ সদর । ৭। উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, গোপালগঞ্জ সদর ৮। ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, গোপালগঞ্জ । ৯। চেয়ারম্যান, গোবরা ইউপি । ১১। চেয়ারম্যান, বৌলতলী ইউপি । ১২। চেয়ারম্যান, উলপুর ইউপি। ১৩। চেয়ারম্যান, লতিফপুর ইউপি ১৪। চেয়ারম্যান, সাহাপুর ইউপি। ১৫। চেয়ারম্যান, দূর্গাপুর ইউপি । ১৬। চেয়ারম্যান, সাতপাড় ইউপি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS